এই প্রোজেক্টটি Prime IT Limited এর একটি পরিক্ষিত প্রোজেক্ট।
Grow My Money (GMM) কি ধরনের প্রোজেক্ট?
Grow My Money (GMM) হচ্ছে একটি ক্রাউড ফান্ডিং টাইপ প্রোজেক্ট।
কতো টাকা মূলধন নেয়া হবে এবং কত জন ইনভেস্টর নেয়া হবে?
আমাদের টোটাল ইনভেস্টমেন্ট এর মুল্ধনের পরিমানের টার্গেট ১ কোটি টাকা পর্যন্ত। (যা পূর্বে ছিলো ২৫ লক্ষ) এবং একজন কমপক্ষে ১০ হাজার থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন। আমাদের সর্বোচ্চ ইনভেস্টরের সংখ্যা হবে ৫০০ জন পর্যন্ত। তবে আমাদের মুল্ধনের টার্গেট ফিলাপ হওয়ার সাথে সাথে আমরা নতুন ইনভেস্টর নেয়া বন্ধ করে দিবো।